আখাউড়ায় বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:১২

সপ্তম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে (শূন্যরেখায়) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে সম্প্রীতির এই সম্মিলন ঘটে।

আখাউড়া স্থলবন্দর বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া সদর বিজিবি কোম্পানি কমান্ডার মো. দেলোয়ার হোসেন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারত ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের কোম্পানি কমান্ডার আজাদ সিংয়ের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএসএফ জওয়ানদের হাতে বিজিবির পক্ষ থেকে তিন প্যাকেট মিষ্টি উপহার দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী বলেন, এতে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চলমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :