বেনাপোলে পুলিশ-কাস্টমস কর্মীদের মারামারি, কার্যক্রম বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩

বেনাপোল চেকপোস্টে বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচ কাস্টমস কর্মকর্তা আহত হযেছেন। এর প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে গেছে। বন্দর থেকে সবধরনের মালামাল খালাস প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কাস্টমস অফিসার্স এসোসিয়েশন।

কাস্টমস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙালি জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা ভারত থেকে দুইজন ল্যাগেজ পার্টি নিয়ে বিনা তল্লাশিতে কাস্টমস পার করার সময় কাস্টমস কর্মকর্তারা বাধা দেন। এই ঘটনায় পুলিশ ও কাস্টমসের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওসি ওমর শরীফের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ এসে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং অফিস ভাঙচুর করেন।

পুলিশের হামলায় সুপারিনটেনডেন্ট সুভাশিষ বাবু, সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম বাঙালি, ইন্সপেক্টর ফরহাদ রেজা, ইনসপেক্টর মামুনুল হক ও ইন্সপেক্টর ইকবাল হোসেন আহত হন।

এই ঘটনার প্রতিবাদে কাস্টমস অফিসার্স এসোসিয়েশন দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দর থেকে সবধরনের মালামাল খালাস বন্ধ করে দিয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, সন্ধ্যায় তিনি পাসপোর্ট যাত্রীদের খোঁজ-খবর নিতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে গেলে কাস্টমস কর্মকর্তারা তাকে ধাক্কা দেন। এতে কাস্টমস ও পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মনে করেন তিনি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইমিগ্রেশন অফিসে পুলিশ ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিরসনে বৈঠকে বসেছেন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :