আল্লামা শফীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দুপুরে আবু সালেক নামে একজনকে ফেসবুকে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিকালে আবু সালেককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ্ নামে একজন অভিযোগ দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু সালেক নামে ওই ব্যক্তি গত ১৪ ডিসেম্বর আল্লামা শফীর একটি আপত্তিকর ছবি পোস্ট দিলে বিষয়টি অনেকের নজরে আসে। পরে আলেম-ওলামাদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। দুপুরে অভিযান চালিয়ে সরাইলের বাড্ডাপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবু সালেককে গ্রেপ্তার করে পুলিশ।

গত এপ্রিল মাস থেকেই হেফাজতের আমির আল্লামা আহমেদ শফীর বিভিন্ন রকম আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে আবু সালেক।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :