নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ২০:৪৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে অবৈধ বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৯ বছরের শিশু তাহমিনা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরগি তাড়াতে গিয়ে বুধবার দুপুরে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার একটি গ্যারেজে তাহমিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত তাহমিনা একই এলাকার সাইদুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বাবা সাইদুল ইসলাম জানান, তাহমিনা স্থানীয় এ্যালিগ্যান্ট কিন্টার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। দুপুর ১টার দিকে মুরগি তাড়াতে বাড়ির পাশের ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে যায়। এসময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যতিক তারে জড়িয়ে তাহমিনা ওই গ্যারেজেই মারা যায়। পরে স্থানীয়রা বিদ্যুৎ বন্ধ করে তাহমিনার মৃতদেহ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, এ বিষয়ে নিহতের পরিবার বা এলাকাবাসী কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :