রাজবাড়ীতে লেপের ভেতর গোখরা সাপ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ২১:১৭

রাজবাড়ীতে মো. ইউনুস নামে এক ব্যক্তির বাড়ির খাটের ওপর ভাজ করা লেপের ভেতর থেকে বিশাল আকৃতির (৫ ফিট) গোখরা সাপ আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের এ ঘটনা ঘটে। পরে লিটন নামে এক সাঁপুড়ে সরদার এসে ওই সাপটি ধরেন বলে জানায় বাড়ির লোকজন।

বাড়ির লোকজনের বরাত দিয়ে সাঁপুড়ে সরদার লিটন জানান, ‘মঙ্গলবার দুপুরে বাড়ির লোকজন লেপটি রোদ্রে দেয়। পরে গরম লেপটি বিছানার ওপরে এনে ভাজ করে রাখে। সন্ধ্যার দিকে বাড়ির শিশুরা বিছানায় পড়তে বসে সাপটি দেখতে পায়। এসময় তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে খবর দেয়। পরে তিনি এসে সাপটি ধরেন।’

সাঁপুরে সরদার লিটন আরও জানান, ‘সাপটির রং খয়েরি। এধরনের গোখড়া অনেক বিষধর হয়। ধারণা করা হচ্ছে- সাপটির বয়স প্রায় ১৫ বছর হবে। সাপটি গরমস্থান খুঁজতেই হয়ত লেপের মধ্যে ঢুকেছিল।’

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :