কিশোরগঞ্জে জেলা ইজতেমা শুরু বৃহস্পতিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৭, ২১:৫২

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামে তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, এই প্রথম কিশোরগঞ্জ সদরে প্রায় ১০০ একর জায়গা নিয়ে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার ১৩টি উপজেলাসহ আশপাশের জেলার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হবেন। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লি আসতে শুরু করেছেন। সবমিলিয়ে অন্তত ১০ লাখ মুসুল্লি এ জামাতে শরিক হবেন এমনটাই ধারণা করা হচ্ছে।

সদর উপজেলার নির্বাহী অফিসার বুধবার ইজতেমার মাঠে পরিদর্শনে গিয়ে খোঁজ খবর নেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় ওজুখানা, শৌচাগার নির্মাণ, লাইটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তার স্বার্থে র‌্যাব, পুলিশের একটি ক্যাম্প তৈরি করা হয়েছে।

চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা জানান, স্থানীয়ভাবে ইজতেমার কাজে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে ১০ লাখ মুসল্লির মিলনমেলায় পরিণত হবে এই সুলতানপুর গ্রামটি।

কিশোরগঞ্জ মারকাজ মসজিদের ইমাম মাওলানা আজিমউদ্দিন জানান, ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :