দেবত্তর সম্পত্তি রক্ষায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে দেবত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুল কুমার ঘোষ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ডলার সাহা, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমতি রঞ্জনা বর্মণ, আদিবাসী নেত্রী কুটিলা রানী বর্মণ।

বক্তারা বলেন, রহনপুরের শ্রী শ্রী শ্যামরায় দেবত্তর স্টেটের অবৈধ সেবাইত ক্ষিতিশ চন্দ্র আচারী দেবত্তর জমি-জমা বিধি বহির্ভূতভাবে ভূমিদস্যুদের কাছে বিক্রি বা হস্তান্তর অব্যাহত রেখেছে। এমনকি দেবত্তর স্টেটের রহনপুর মন্দিরের পবিত্রতা নষ্ট করে অনৈতিক কাজে লিপ্ত থাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পরে, নেতৃবৃন্দ দেবত্তর সম্পত্তি রক্ষা, আদিবাসীদের শ্মশান দখলমুক্তসহ ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :