যুক্তিতর্ক উপস্থাপনে আরও তিন দিন সময় পেলেন খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:২২ | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:২৯
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক ‍উপস্থাপন করা হয়েছে। অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য খালেদার আইনজীবী সময় চাইলে আদালত আরো তিন দিন সময় মঞ্জুর করেন।।

আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার‌্য করেছেন আদালত। এ সময় পর‌্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মামলাটির যুক্তিতর্ক শোনেন।

এর আগে সকালে সোয়া ১১টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মাঝে বেলা একটা থেকে দুইটা পর‌্যন্ত বিরতি দিয়ে বিকেল চারটা পর‌্যন্ত চলে আদালত।

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আবদুর রেজ্জাক খান।

আদালত থেকে বেরিয়ে রেজ্জাক খান সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দুদকের কিছু অতি উৎসাহী কর্মকর্তার কাজ। তারা কোনো কোনো নির্ভরযোগ্য কাগজপত্র ছা্ড়াই শুধু ফটোকপি কাজ দিয়ে মামলাটি সৃজন করেছেন।

খালেদা জিয়ার আদালতে হাজিরা ঘিরে আজ পুরান ঢাকার এই বিশেষ জজ আদালত এলাকা ও আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল।

দুদকের করা এই মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ করা হয় আসামিদের বিরুদ্ধে। এই মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :