জিয়া চেরিটেবল: খালেদার লিখিত জবানবন্দি আদালতে জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১১
ফাইল ছবি

জিয়া চেরিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিখিত জবানবন্দি আদালতে জমা দেয়া হয়েছে।

পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান জবানবন্দিটি গ্রহণ করেন।

একই আদালতে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিকেল চারটায় আজকের মতো যুক্তিতর্ক শেষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জবানবন্দি জমা দেয়া হয়।

এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। বিচারিক ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের প্রক্রিয়ায় রয়েছে মামলাটি। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার খালেদার লিখিত জবানবন্দি আদালতে জমা দেন এই মামলায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

অপর মামলায় খালেদা জিয়ার পক্ষে আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক ‍উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দিন ধার‌্য করেছেন আদালত। এ সময় পর‌্যন্ত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করা হয়েছে।

দুদকের করা এই মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আরও পাঁচজন আসামি।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :