শ্রীপুরে কারখানার তুলার গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকার গুলশান স্পিনিং মিলস্ নামের একটি কারখানায় আগুন লেগে গুদামে রাখা প্রায় ৪০ লাখ টাকার তুলা ভস্মিভূত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রীপুর দমকল বিভাগ এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, কারখানার অভ্যন্তরে মজুদকৃত তুলা তালাবদ্ধ অবস্থায় গোডাউনে ছিল। বৃহস্পতিবার দুপুরে গোডাউন থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর দমকল বিভাগকে খবর দেয়া হয়। এ সময় শ্রীপুর দমকল বিভাগ ও কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নিকা-ের এক ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর দমকল বিভাগের স্টেশন অফিসার আল-আমিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :