শীতের রাতে গজারিয়া মাতালেন মমতাজ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৭

শীতের রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের কণ্ঠ যাদুর ছোঁয়ায় হাজারো দর্শক শ্রোতাদের মুগ্ধ করলেন জনপ্রিয় ফোক শিল্পী ও নারী সংসদ সদস্য মমতাজ বেগম। মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় আ.লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাংস্কৃতিক উৎসব হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ.লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি।

অনুষ্ঠান শুরুর আগে মমতাজ বেগমকে গজারিয়াবাসীর পক্ষে ফুলের তোরা ও উপহার এবং উত্তরীয় পড়িয়ে বরণ করেন প্রধান অতিথি।

মমতাজ তাঁর সংগীত সূধা বিতরণের পূর্বে দর্শক মাতান একান্ত নিজস্ব সংগীতের ঢংয়ে আবদুর কুদ্দুস বয়াতী।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মমতাজ সংগীত পরিবেশন শুরু করেন দেশাত্ববোধক গানের মাধ্যমে এরপর খাঁজার শান পরিবেশনের পর দর্শক শ্রোতাদের করতালিতে মুখরিত হয় চারপাশ।

একের পর এক খাইরুন লো, পাংখা পাংখা, বন্ধু তুই লোকাল বাস ও নান্টু ঘটকের কথা শুইনা গানগুলো গেয়ে শোনান মমতাজ। গানের তালে তালে নেচে শীতে জড়সড় দর্শকদের শীত উধাও!

রাত সাড়ে আটটা পর্যন্ত একটানা দর্শক-শ্রোতা মমতাজের মধুর কণ্ঠের ইন্দ্রজালে ডুবে থাকেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আ.লীগের সভাপতি মো. সোলাইমান দেওয়ান, সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাহান প্রমুখ।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :