জাতীয় নির্বাচনে মানুষ আ.লীগকেই ভোট দেবে: রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
| আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিপুল ভোটের ব্যবধানে পরাজয়ে আওয়ামী লীগের কোনো দুঃখ নেই বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আওয়ামী লীগ সব জায়গার নির্বাচনে জয়লাভ করতে চায় না। জাতীয় নির্বাচনে মানুষ আ.লীগকেই ভোট দেবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় এ কথা বলেন সাবেক এই খাদ্যমন্ত্রী। আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভাটি আয়োজন করে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট।

গতকাল বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আওয়ামী লীগ সব জায়গার নির্বাচনে জয়লাভ করতে চায় না। রংপুরের নির্বাচনে পরাজয়ে আমাদের কোনো দুঃখ নেই।’

তবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী জাতীয় নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন আব্দুল রাজ্জাক। এ জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে বলে মনে করেন তিনি।

আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের কোনো ভুলভ্রান্তি নেই, আমদের কোনো দুর্বল দিক নেই, তা নয়। আছে, তবে বিশ্বাস করি, আমরা যে উন্নয়ন করেছি সে জন্য দেশের মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দেবে। জনগণ আবার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খালেদা জিয়ার উকিল নোটিশের সমালোচনা করেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে এবং আদালতের মাধ্যমে মোকাবিলা করব উকিল নোটিশটি। বিচার করবে দেশের মানুষ।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরবে টাকা পাচার করেছেন, মার্কেট করেছেন। এর প্রতিক্রিয়ায় খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে তা প্রমাণ কিংবা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ২০ ডিসেম্বর উকিল নোটিশ দিয়েছেন। এক মাসের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আ্ইনি ব্যবস্থা নেয়া হবে হুঁশিযার করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জিএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :