রংপুরে হার থেকে শিক্ষা নিয়েছি: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৭, ২১:০৬

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় হার থেকে আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, এই ভুল শুধরে আগামী জাতীয় নির্বাচনে বিজয় আনতে চেষ্টা করবে তার দল।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। বন্দরের কাস্টমসে সোনালী ব্যাংকের বুথ ৩৬৫দিন খোলা রাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান তিনি।

বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টুর প্রায় এক লাখ ভোটে হেরেছেন জাতীয় পার্টির প্রার্থীর প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে। অথচ ২০১২ সালের নির্বাচনে ঝণ্টু প্রায় ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন মোস্তাফিজকে।

পাঁচ বছর আগে ঝণ্টু যত ভোট পেয়েছিলেন, এবার তিনি অর্ধেকের কিছু বেশি ভোট পেয়েছেন মাত্র। ২০১২ সালে ঝণ্টু পেয়েছিলেন এক লাখ ছয় হাজার ভোট, আর এবার তিনি পেয়েছেন ৬২ হাজার ভোট।

আইনমন্ত্রী বলেন, ‘রংপুরে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই বড় কথা। নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ গ্রহণ করেছে। এ পরাজয় থেকে আওয়ামীলীগ শিক্ষা নিয়েছে। সেই শিক্ষা থেকে আগামী যত নির্বাচন আছে সেখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেন আওয়ামী লীগ বিজয় আনতে পারে সেই চেষ্টাই আমরা করব।’

সৌদি আরবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ তোলায় প্রধানমন্ত্রীকে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার আইনি নোটিস পাঠানোর বিষয়েও আইনমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী হবে-এমন প্রশ্নে মন্ত্রী বলে, ‘আমরা আপনার (খালেদা জিয়া) উকিল নোটিসের জবাব ঠিকভাবে দিয়ে দেবো।’

‘উকিল নোটিস হচ্ছে একটি আইনি প্রক্রিয়া। আইনের মাধ্যমে আমরা এর জবাব দেবো এবং ঠিক সময়ে তিনি ঠিক জবাব পেয়ে যাবেন।’

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, তাতেও অটল আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আমি খালেদা জিয়াকে বলে দিতে চাই, আপনার যেই দুর্নীতির খবর বের হয়েছে সেটা সারা বিশ্বে আওয়াজ হয়ে গেছে। সেই আওয়াজ থেকেই আমরা বলছি আপনি কত দুর্নীতি করেছেন। আমাদের মনে এ রকম কোনো ভয় নাই।’

এর আগে বন্দরে সোনালী ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা চালুর অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রমানের সভাপতিত্বে এবং আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের উপস্থপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা, কুমিল্লা কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক শাহ্ আলী, ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মুখলেছুর রহমান প্রমুখ।

স্থল বন্দরে সোনালী ব্যাংকের বুথটি এতদিন সরকারি ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাজিক ছুটিতে বন্ধ থাকায় ভারতগামী পর্যটকদের ভ্রমণ কর পরিশোধে দুর্ভোগ পোহাতে হতো। এখন সে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আজিজুল হক, আখাউড়া স্থলবন্দ সিঅ্যান্ডএফ এজেন্ট মনির হোসেন বাবুল, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে সন্ধ্যায় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন আইনমন্ত্রী।

ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :