ইস্পাত কারখানায় বিস্ফোরণে দগ্ধ সাত শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:১৭ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:১৭
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরের রহিমা ইস্পাত কারখানায় ভাট্টি বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

দগ্ধরা হলেন মো. নজরুল ইসলাম (২৮), মো. আবদুল গাফফার (২৪), মো. আহম্মদ আলী (৩০), মো. জামাল হোসেন (৩৩), মো. সোহেল (৪৫), মো. রমজান (২৯) এবং মো. শামীম (৪৮)।

রহিমা ইস্পাত কারখানার আরেক শ্রমিক নজরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তারা সবাই কাজ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কারখানার ভাট্টি বিস্ফোরণ হয়। এতে সাতজন দগ্ধ হন। পরে তাদেরকে আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে নজরুলের শরীরের ১৫ শতাংশ, আবদুল গাফফারের শরীরের ১২ শতাংশ, আহাম্মদ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। অন্যদের শরীরের গরম লোহা লাগায় পুড়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :