‘আ.লীগই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করে’

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৭, ২১:২৭

বাংলাদেশে বিভিন্ন সময়ে সরকার গঠনকারী রাজনৈতিক দলের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আ‘লীগই একমাত্র নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করে। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর উদ্বোধনী অনুষ্ঠানে আ‘লীগ নেতা ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এ কথা বলেন।

বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা শনিবার সকালে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ‘ প্লাস খাওয়ানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আরো বলেন, গত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

ক্ষমতা পাওয়ার পর খালেদা জিয়া সারাদেশে তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা দানকারী প্রায় চৌদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেন। ২০০৮ সালে আ‘লীগ নেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে খালেদার বন্ধ করে দেয়া কমিউনিটি ক্লিনিকগুলো আবার চালু করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোসাদ্দেক হোসেন, পরিবার কল্যাণ কর্মকর্তা ফাইয়েম হোসেন, বীর প্রতীক মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, ভবেরচর ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো. লোকমান হোসেন সরকার, আ‘লীগ নেতা সর্দার মো. দাইয়ানসহ স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক কর্মচারীরা।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :