‘শিক্ষা ও বিজ্ঞান চর্চায় মানবিকতা জরুরি’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৩

শিক্ষা ও বিজ্ঞান চর্চায় সাথে মানবকিতা না থাকলে তা যে কোনো কল্যাণ বয়ে আনে না সেই বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী জাহিদ হাসান তাপস।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ও ‘ভাইল ফার্মিয়ন’ বা অধরা কণার অন্যতম আবিস্কারক জাহিদ হাসান তাপসের জন্ম ও বেড়ে উঠা গাজীপুরের শ্রীপুরে। তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা রহমত আলীর ছেলে।

রবিবার দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর চৌরাস্তার শ্রীপুর ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এই বিজ্ঞানী। বাংলাদেশ হিউম্যান অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞানী জাহিদ হাসান তাপস বলেন, ‘একজন ব্যক্তির মধ্যে শিক্ষা এবং বিজ্ঞান থাকলে তিনি আবিষ্কার করতে পারেন। কিন্তু তার আবিষ্কার এটম বোমার মতো ধ্বংসও করতে পারে।’

‘মানবতা না থাকলে সে শিক্ষা ও বিজ্ঞান কিছু গড়তে পারবে না। বিজ্ঞানীরা শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য কাজ করে না, তারা মানব সভ্যতার জন্য কাজ করে।’

এই বিজ্ঞানী বলেন, ‘মাইক্রোফোন, মোবাইল ফোন, এক্সরে যন্ত্র ইত্যাদির আবিষ্কারক বহির্বিশে^র বিজ্ঞানীরা। কিন্তু এর সুফল ভোগ করছে সারা বিশে^র মানুষ।’

অনুষ্ঠানে পাঁচশ মানুষের মধ্যে শীতবস্ত্র ও ৫০ জন শিশুর মধ্যে চিত্রাঙ্কনের জন্য সনদ ও ক্রেস্ট দেয়া করা হয়।

আয়োজক সোসাইটির চেয়ারম্যান রোমানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী জাহিদ হাসান তাপসের মা নাদিরা রহমত আলী, মাইক্রোসফট দক্ষিণ এশিয়ার পরিচালক সারাহ আহম্মেদ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা রিয়াজুল হক বাবু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ম-ল বুলবুল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ প্রমুখ।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :