ঘন কুয়াশায় থেমে নেই শ্রমজীবীদের পথচলা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬

শীত মৌসুমের মধ্যে পৌষের আজকের (রবিবার) সকালটা ছিল ঘন কুয়াশার চাঁদরে আবৃত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সকাল সাড়ে নয়টা অবধি হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় শ্রমজীবী মানুষেরা ঘন কুয়াশা ঠেলে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য হেঁটে, কেউবা সাইকেল চেপে, আবার অনেককে দেখা গেছে- পরিবহনের জন্য সড়কের পাশে অপেক্ষায়। ঘন কুয়াশার কারণে অন্য যে কোন স্বাভাবিক দিনের চেয়ে স্থানীয় গণপরিবহনের সংখ্যাও ছিল কম।

বয়োবৃদ্ধ শহীদউল্লাহ তার নাতিকে নিয়ে ছুটছেন মাদ্রাসার পথে। রাস্তার পাশ ধরে ফেরি করে পরোটা-হালুয়া বিক্রেতা হারুন মিয়া (তার ভাষায় শাহী নাস্তা) নিয়ে হাঁকডাক দিয়ে শুটছেন। কর্মজীবী নারীরা সমান পাল্লা দিয়ে পুরুষ সহকর্মীদের সাথে ছুটছেন তাদের কর্মস্থল স্থানীয় শিল্প কারখানায়। ঘন কুয়াশার কারণে অতি প্রয়োজন ব্যতীত পথচারী ও স্বাভাবিক চলাচল কম থাকলেও শ্রমজীবীদের জীবনের চাকা সচল রাখতে নামতে হয়েছে কুয়াশা ঢাকা পথে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :