পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৬

চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওহিদ হোসেনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের মধ্যে মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকেও আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, প্রতিদিনের মত শহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ওহিদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সোমবার রাতে শহরে টহলে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে টহল দলটি পৌর এলাকার ফার্মপাড়া এলাকার বটতলা মোড়ে ৮/১০ জনকে সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এর পরই ওই দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের উপ-পরিদর্শক ওহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে ওহিদ হোসেনের পিঠে ও ঘাড়ে বেশ কয়েকটি কোপ লাগে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেয়ে গুরুতর আহত ওহিদ হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গার অতি. পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হামলার পরপরই স্থানীয় জনগণ হামলাকারীদের মধ্যে মিন্টু নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

হামলাকারী মিন্টু পৌর এলাকার হকপাড়ার জনৈক বুদো মণ্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তাকেও আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, তাৎক্ষাণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের রাজনৈতিক কোন কানেকশন আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ফার্মপাড়াসহ আশপাশের এলাকায় পুলিশ ব্লক রেইড চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :