শ্রীপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৫৮

গাজীপুরের শ্রীপুরে একটি মন্দিরের লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র দাস জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মন্দিরের সামনে আসবাবপত্র এলোমেলো দেখতে পেয়ে প্রতিমার দিকে এগিয়ে যান। পরে প্রতিমার সামনে মাটিতে লক্ষ্মী প্রতিমা মাথা পরে থাকতে দেখেন। লক্ষ্মী প্রতিমার পাশের জয়া এবং বিজয়ার দুটি প্রতিমা অক্ষত রয়েছে। তবে কারা প্রতিমার মাথা ভাঙচুর করেছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মন্দিরের মূল দরজা খোলা ছিল।

তিনি আরো জানান, ২০০১ সাল থেকে দূর্গা পূজা ছাড়া বাকি সবগুলো পূজা উৎসব সামাজিকভাবে এ মন্দিরে পালন করে আসছেন।

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, ঘটনাটি তিনি ভোরে শুনেছেন। মন্দিরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও একজন চৌকিদার পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসলে ঘটনার সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঢাকাটাইমসকে জানান, সকালে প্রতিমার মাথা ভাঙ্গার খবর পেয়েছি। সেখানে একজন উপ-পরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করতে পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :