রিভিউ শুনতে বিচারপতি নিয়োগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:১৬
ফাইল ছবি

ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ শুনতে নতুন বিচারপতি নিয়োগ দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া।

এখন আপিল বিভাগের আছেন পাচঁজন বিচারপতি। কিন্তু রায় দিয়েছেন সাতজন বিচারপতি। এ পর‌্যায়ে রিভিউ শুনানি করা যাবে কি না সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট রুলস পড়ে আমার যে ধারণা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, তাতে আমি বলতে পারি, নতুন বিচারপতির জন্য রিভিউ পিটিশন শুনানি বন্ধ থাকবে না।’

এ সময় মন্ত্রী ওই রুলসের একটি অংশ উল্লেখ করে সাংবাদিকদের সামনে- ‘রুলসে বলা আছে, ‍সো ফার ইজ প্র্যাক্টিক্যাবল সেইম বেঞ্চ উইল হেয়ার দি রিভিউ পিটিশন। তার মানে হলো যত দূর সম্ভব যে বেঞ্চ এটা শুনানি করেছিল সেই বেঞ্চই এটা রিভিউ শুনানি করবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না নতুন করে জাজ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। পাঁচজন বিচারপতি শুনানি করতে পারবেন।’

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের এক মাস ১৩ দিন হলো এখনো প্রধান বিচারপতি নিয়োগ হয়নি।

প্রধান বিচারপতি নিয়োগে সর্বশেষ কোনো তথ্য আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে এখনও পর‌্যন্ত কোনো তথ্য নাই- মহামান্য রাষ্ট্রপতি কবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। এটা যেহেতু সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির এখতিয়ার। তবে আমি আশা করব খুব শিগগির এই নিয়োগ হবে।’

নিম্ন আদালতের গেজেটের মাধ্যমে নিম্ন আদালতকে সরকার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এবং উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করছেন বলে বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগের সমালোচনা করেন আইনমন্ত্রী। এটা নির্বাহী বিভাগের অধনে নেয়ার চেষ্টাও করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যাদের জন্য এই রুলস করা হয়েছে তাদের তো একটা মতামত আছে এই গেজেটের বিষয়ে। তাদের মতামত যখন গ্রহণ করা হয়েছে তারা মনে করেছে তাদের স্ট্যাটাস বজায় থাকে যদি সেটা মহামান্য রাষ্ট্রপতির হাতে থাকে। সব বিবেচনায় সংবিধান যা বলে দিয়েছেন সেটাকে প্রাধান্য দিয়েই ডিসিপ্লিন রুলস করা হয়েছে।’

বিএনপিপন্থি আইনজীবীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আইনটা পকেটে নেয়ার জন্য জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর‌্যন্ত করেছেন। এই রকম জিনিস আমরা করিনি। আমরা তো ডিসিপ্লিন রুল করে দিয়েছি।’

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :