বিকাশে প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:৫৫

রাজধানীর শেরেবাংলা নগর ও মহাখালী থেকে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির হোসেন (২২), মো. রাসেল (২২), মো. হানিফ এবং মো. শাহাব উদ্দিন (২০)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র‌্যাবের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে যে কিছু সংঘবদ্ধ চক্র মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, এমক্যাশ ইত্যাদি জালিয়াতি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে।

এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নাসির হোসেন, রাসেল, হানিফ এবং শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা তাদের নিজেদের একটি নম্বরে বিকাশ করার সময় কৌশলে এসভিআর (সিক্রেট ভিডিও রেকর্ডার) ব্যবহার করে বিকাশ রেজিস্টারের ছবি তুলে নেয়। সংগৃহীত ছবি তারা গ্রুপ লিডারের কাছে পাঠিয়ে দেয়ার পর ওই রেজিস্টারে থাকা গ্রাহকদের মধ্যে কয়েকজনকে টার্গেট করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে লেনদেনকৃত টাকার চেয়ে বেশি টাকার এসএমএস তৈরি করে এসএমএসটি টার্গেট ব্যক্তির মোবাইল ফোনে পাঠায় যাতে ওই মেসেজের প্রেরক হিসাবে বিকাশ লেখা দেখা যায়। পরে ওই ভুক্তভোগী ব্যক্তিকে যে স্থান থেকে বিকাশ করা হয়েছে প্রতারক চক্র তাকে ওই স্থান উল্লেখ করে জানায় যে আপনার মোবাইলে টাকাটি ভুলবশত দুবার পাঠানো হয়েছে। ভুক্তভোগী বিকাশের অরিজিনাল মেসেজ হিসাবে তা বিশ্বাষ করে প্রতারকদের আহ্বানে সাড়া দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকচক্রটি ভুক্তভোগীকে তার নিকটাত্মীয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাই জরুরি টাকার প্রয়োজন ইত্যাদি বুঝিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য বাধ্য করে। ভুক্তভোগী প্রতারকচক্রের কাছে টাকা পাঠিয়ে দেয়ার পর বিষয়টি ভুয়া বা প্রতারণা হিসাবে চিহ্নিত হবার পর ভুক্তভোগী প্রতারকচক্রের সাথে যোগাযোগ করলে তাদের কলার টোন হিসাবে ‘এই মুহূর্তে আপনার কাক্সিক্ষত মোবাইল নম্বরে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না’ শুনে টাকা ফেরত পাবার আশা ছেড়ে দেয়।

এ ছাড়া চক্রের মূল হোতারা ফরিদপুর, গাইবান্ধা ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করে গ্রামের নিরীহ মানুষের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তার চার যুবক।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :