ঝিনাইদহ ক্যাডেট কলেজের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ২১:১০

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজে মাঠে বিজয়ী দল ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

এসময় কলেজের অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাপনী দিনের শুরুতে প্রদর্শন করা হয় মিউজিক্যাল ডিসপ্লে। পরে ক্যাডেটদের অংশগ্রহণে রিলে দৌড় ও অভিভাবকদের নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কলেজের ৩০৭ জন ক্যাডেট ছোট ও বড় দলে ২৮টি ইভেন্টে অংশগ্রহণ করে।

খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কলেজের অ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নুর। এবারে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে বিজয়ী হয়েছে খায়বার হাউস এবং উপবিজয়ী হয়েছে হুনাইন হাউস। ছোট দলের এবং বড় দলের সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছে ক্যাডেট অর্ক ও ক্যাডেট জাহিদ।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :