বিইউবিটিতে ইইই ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ১০:০৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) ইইই ডে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মিরপুরের রূপনগরস্থ স্থায়ী ক্যম্পাসে ইইই ডে উদযাপন করা হয়।

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. এম এম শহীদুল হাসান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সরোয়ার কামাল, বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক আবু সালেহ, বিইউবিটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, বিইউবিটি’র প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান।

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের চেয়ারম্যান এম আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, জয়েন্ট রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চ্যেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

অতিথিরা উক্ত আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের সফল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবার জন্য অনুপ্রাণিত করেন।

২৩-২৪ ডিসেম্বরের দুই দিনব্যাপী আয়োজনে প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক রেস, বিতর্ক প্রতিযোগিতা, রচনা লিখন প্রতিযোগিতা, সেমিনার, এন্টারপ্রেনিউরশিপ প্রোফাইল প্রেজেন্টেশন, মোটিভেশনাল স্পিচ, কম্পিউটার গেমিং কনটেস্ট, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক অলিম্পিয়াড, এডুকেশনাল ভিডিও প্রদর্শনী স্থান পায়।

দুই দিনের আয়োজন শেষে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :