নেত্রকোণায় বারী সিদ্দিকীকে স্মরণ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৪

গান আর আলোচনার মধ্যদিয়ে নেত্রকোণায় প্রখ্যাত লোকশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীকে স্মরণ করেছে লোকশিল্পী আর বাউলদের একটি সংগঠন।

মঙ্গলবার রাতে শহরের মোক্তারপাড়ায় শিল্পকলা একাডেমির হলরুমে ‘শিখড়’ বারী সিদ্দিকী স্মরণসভার আয়োজন করে।

‘শিখড়’ সভাপতি রফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে আলোচনা করেন, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, অধ্যাপক ননী গোপাল সরকার, আবুল কাশেম, শিখড় সাধারণ সম্পাদক জিয়াউল হক খোকন, সাংবাদিক একেএম আব্দুল্লাহসহ অন্যরা।

পরে রাত ৯টা থেকে মধ্যরাত নাগাদ মানুষ ধর, মানুষ ভজ, আষাঢ মাইস্যা ভাসা পানি, আমি একটা জিন্দা লাশসহ বারী সিদ্দিকীর গাওয়া গান একের পর এক পরিবেশন করেন শিকড়ের শিল্পীরা।

আলোচনায় শিল্পীর শৈশব থেকে গান ও বাঁশির প্রতি ঝোঁক ও তার সাধনার কথা উঠে আসে। আবার শিল্পীর শেষ চাওয়া নেত্রকোণায় নিজের হাতে গড়া বাউল বাড়িটির কাজ শেষ করতে না পারার কথাও এসেছে। আহবান জানানো হয়েছে, বাউল বাড়ির কাজ শেষ করতে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :