শ্রীপুরে দ্বগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫

গাজীপুরের শ্রীপুরে বরমী এলাকায় রান্না করার সময় আগুনে দগ্ধ হওয়া গৃহবধূ তানিয়া আক্তার রানী (৩০) মারা গেছেন।

ঘটনার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত গৃহবধূ উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

গত ২০ ডিসেম্বর মঙ্গলবার তিনি রান্না করার সময় আগুনে দগ্ধ হয়েছিলেন।

নিহতের স্বামী সিরাজুল ইসলামের জানান, গত মঙ্গলবার সকালে রান্না শেষে ঘর ঝাড়– দেয়ার সময় চুলা থেকে তার স্ত্রীর শাড়ির আঁচলে আগুন লাগে। আগুন ছড়িয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :