শ্রীপুরে যৌন হয়রানির দায়ে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:২৮

গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে যৌন হয়রানির দায়ে বেসরকারি ওষুধ নির্মাণ প্রতিষ্ঠানের এক বাজারজাত করণ কর্মকর্তাকে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জরিমানা আদায় করেন।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন (৩৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বড়ইবাড়ী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে নাভানা ফার্মাসিউটিক্যালসের শ্রীপুর এলাকার বাজারজাতকারী কর্মকর্তা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) জামিল উদ্দিন রাশেদ জানান, বেশ কিছুদিন যাবত মোফাজ্জল হোসেন পৌর এলাকার কেওয়া পশ্চিমখ- গ্রামের এক গৃহবধূকে মোবাইলফোনে আপত্তিকর ম্যাসেজসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ ঘটনায় গৃহবধূ শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে মাওনা চৌরাস্তা থেকে তাকে আটক করে। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ২০হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করা হলে তাকে মুক্ত করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :