বাম দলের ‘ননসেন্স’ কর্মসূচিতে বিরক্ত মুহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫
ফাইল ছবি

ব্যাংকিং খাতে অরাজকতার অভিযোগ এনে কয়েকটি বাম দলের কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও কর্মসূচিতে বিরক্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি একে ননসেন্স কর্মসূচি বলেছেন। বলেছেন এটি ছেলে খেলা।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

গত কয়েক বছর ধরেই ব্যাংকিং খাতে খেলাপী ঋণ বৃদ্ধি এবং ঋণ জালিয়াতির ঘটনা ঘটছে। আর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ আছে।

সরকারপন্থী অর্থনীতিবিদ আবুল বারকাতও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সরকারকে সতর্ক করে দিয়েছেন। নজরদারি বাড়ানোর তাগাদা দিয়ে তিনি বলেছেন, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে আছে আর্থিক খাত। আর এই খাতের বর্তমান পরিস্থিতির জন্য তিনিও নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাকে দায়ী করেছেন।

এই পরিস্থিতিতে বুধবার সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা ও ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অভিমুখী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম সংগঠনগুলো। এর আগে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা।

বাম মোর্চার প্রধান সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে এই এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ।

অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে দুর্বলতা রয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বলে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের মতো কর্মসূচির যুক্তি নেই।

বামপন্থী দলগুলোর কর্মসূচির বিষয়ে মুহিত বলেন, ‘বামদলগুলোর দুই চার জন নেতা ছাড়া কিছু নেই। তারা কিছুই করতে পারে না। তাদের বাঁচতে হয়। এ জন্যই এসব করা। তারা যেটা করেছে এটা ননসেন্স।’

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা ঠিকভাবে কাজ করছে কি না- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল।’

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ কেলেঙ্কারি নিয়ে সরকার চিন্তিত বলেও জানান মন্ত্রী। বলেন, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা এড়াতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার।

ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :