ইতালিতে আ.লীগের ঐক্যবদ্ধ নতুন কমিটির আহ্বান

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ২০:৫৬

ইতালি আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সংগঠন ‘নাপলী আওয়ামী লীগ’ নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ঐক্যবদ্ধ নতুন কমিটির আহ্বান জানিয়েছে।

নাপলী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পালমার স্থানীয় রেস্তোরাঁয় সিনিয়র সহ-সভাপতি নুর আলম বিশ্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি নাপলী আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম গণতন্ত্রেরধারা অব্যাহত রেখে ঐক্যবদ্ধ নতুন কমিটির আহ্বান জানান।

এছাড়াও বক্তারা ইতালি আওয়ামী লীগের পাশে থেকে ঐক্যবদ্ধ নবগঠিত নাপলী আওয়ামী লীগের পক্ষ হতে ইতালির সম্ভাব্য সফরে দলীয় প্রধান ও সফল প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান দিতে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফরহাদ সিপাহী, মালেক পালোয়ান, ওয়েজ মনসুর, আব্দুল লিয়াকত ফকির, হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার মুহাম্মদ, আসাদ সর্দার, সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগই পারে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় আনতে। এ সরকার শুধু দেশেই উন্নয়ন করেনি, পাশপাশি দেশের বাইরেও মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখেছে।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক সরফ উদ্দিন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসাইন, আইন সম্পাদক বিষয়ক সম্পাদক মামুন চৌধুরী, নাপলী আওয়ামী লীগের সদস্য তোতা মাতুব্বর এবং স্থানীয় সানজেন্নারো কমুনা কমিটির সভাপতি মোসারফ খলিফা ও সাধারণ সম্পাদক, মোল্লা মনিরুজ্জামান মনিরসহ অনেকে। পরিশেষে সাংস্কৃতিক সম্পাদক রিচার্ড বারী, সোহেল আরমান ও তার সহযোগীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :