আগামী নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চান না এরশাদ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৫

আগামী সংসদ নির্বাচনে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চান না জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচনে তার দল ৩০০ প্রার্থী দেবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি ভালো করবে। তবে আগামী দিনে কী হবে, কীভাবে নির্বাচন হবে—সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।

বুধবার বিকালে চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুর লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ মাহজাবীন মোরশেদ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ থাকা হবে কি না-এই প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমরা আপাতত আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি। আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। ভবিষ্যতে কী হবে, কীভাবে নির্বাচন হবে—সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে সম্ভব নয়।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, ‘আমরা সংগঠিত হচ্ছি। আমাদের ৩০০ প্রার্থী আছে। তবে কতজন প্রার্থী জয়ী হতে পারবে সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। কিন্তু আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ভালো করব।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি একটি বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে এরশাদ বলেন, ‘ফখরুল ইসলাম কী বলেছেন তা আমার ধারণা নেই। তবে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। তবে জাতীয় পার্টি নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই আমাদের চাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাব, কীভাবে নির্বাচন করব, সেটা ডিপেন্ড (নির্ভর) করবে আমাদের ওপর, আমাদের কর্মীদের ওপর, নেতাদের ওপর। আমরাই সিদ্ধান্ত নেব, কীভাবে নির্বাচন করব।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য এই (রংপুর সিটি) নির্বাচন বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ হয়েছে। রংপুরে আদর্শ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশে প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচন হলো।’

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :