রূপগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৫০
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম শরীফ মিয়া।

বৃহস্পতিবার ভোরে বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতির সময় এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি পিস্তল, চাপাতি ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।

নিহত শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, তিনশ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বিভিন্ন স্থানে ইদানিং মালবাহী পরিবহনে একদল ডাকাত ডাকাতির চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এ জন্য ওই সড়কে পুলিশের টহল ব্যবস্থা বাড়িয়ে দেয়া হয়।

আজ ভোর সাড়ে চারটার দিকে চৌরাস্তা এলাকায় ৮ থেকে ১০ জন ডাকাত একটি মালবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আটক করতে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর শরীফ নামে এক ডাকাত নিহত হয়। এছাড়া আনিছ নামে আরও এক ডাকাতকে আটক করা হয়।

এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :