লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৬:০৭ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:৪৪

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এসময় ১৫টি বাড়িঘরের হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে মেজবাহ উদ্দিন মেজু, জাহের মাঝি ও ফয়সলসহ রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকাল ও দুপুরে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সিরাজ উদ্দিন নামে একজন ও বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে আরো চারজনকে আটক করা হয়।

এছাড়া দুপুর ১২টার দিকে সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে ইউপি সদস্য প্রার্থী হেলাল উদ্দিন রিপন। পরে পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :