লাঙ্গলকোটে বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:১৫

কুমিল্লার লাঙ্গলকোটে একটি ইউনিয়নে ভোটে কারচুপির অভিযোগ এনেছেন একাধিক প্রার্থী। তাদের অভিযোগ, সকালে ভোট শুরু আগেই ভোট দেয়া হয়ে গেছে। আবার সকাল থেকে চলছে জাল ভোট। সহকারী প্রিজাইডিং কর্মকর্তারাও এতে জড়িত বলে অভিযোগ করছেন তারা।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই জেলায় সব মিলিয়ে ভোট হচ্ছে ১৫টি ইউনিয়নে।

নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা, আটিয়াবাড়ি, ভোলাইন, তুগুরিয়া কেন্দ্র পরিদর্শনে গেলে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থী ও তাদের সমর্থকনা নানা অভিযোগ জানান।

তাদের অভিযোগ, আওয়ামী লীগের লোককেই বিএনপির এজেন্ট সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। ভোটকেন্দ্রের সামনে যে লাইন, সেটাও লোক দেখানো বলে অভিযোগ তাদের।

চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও ভোট দিতে দেখা যায়।

এই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহান উদ্দিন ভুইয়া, বিএনপির প্রার্থী মাঈন উদ্দিন, স্বতন্ত্র মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন মামুনের অভিযোগ, প্রকাশ্যে ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাবের ফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইবাল বাহার বলেন, ‘জাল ভোট এবং অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘জাল ভোট বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :