দুই পক্ষের সংঘর্ষের জের হাতিয়ায় সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০৮ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে উপজেলার প্রধান সড়কসহ বেশ কয়েকটি সড়ক অবরোধ করেছেন এক পক্ষের নেতাকর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এখনো উপজেলার বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ও রবীন্দ্র বাহিনীর প্রধান রবীন্দ্র চন্দ্র দাস এবং তার দুই সহযোগীকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে তার পক্ষের লোকজন। পরে মিছিলটি ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে ছাইফ উদ্দিনের সমর্থকদের সাথে বাকবির্তক ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে এক পথচারী ও চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। এসময় ছাইফ উদ্দিনের এক সমর্থকের একটি গাড়িতে আগুন দেয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার প্রধান সড়কসহ অন্তত ৫টি সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে এড. ছাইফ উদ্দিনের সমর্থকরা। এতে উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাবাসী।

এদিকে সকালে চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যাওয়া সি-ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা লঞ্চে কোন যাত্রী উঠতে না দিয়ে খালি পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে অবরোধকরীদের বিরুদ্ধে। এতে জেলা শহর ও চট্টগ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :