এটা কেমন গণতন্ত্র: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:৪১ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:২১

তাবিথ আউয়াল ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী হতে পারেন বলে তার বাবা আবদুল আউয়াল মিণ্টুর ঘোষণাটিকে বিএনপির ভেতর গণতন্ত্রহীনতা হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এটা কোনো ধরনের গণতান্ত্রিক রীতিনীতি হতে পারে না মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে দেখলাম বাবা (আব্দুল আওয়াল মিণ্টু) তার ছেলেকে (তাবিথ আওয়াল) বিএনপির উত্তরের মেয়র প্রার্থী ঘোষণা করেছে। এটা আওয়ামী লীগ কখনো করে না।’

‘বাবা বিএনপির নেতা, তিনি তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। যেই ছেলের নাম প্যারাডাইজ পেপারে এসেছে। বাবা ছেলের নাম ঘোষণা করে, এটা কেমন গণতন্ত্র?’।

এই নির্বাচনে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সংকেত পেয়ে ভোটের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যদিও ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা একজনকে প্রস্তুত হতে বলেছেন।

তবে আওয়ামী লীগের প্রার্থীর নাম দলের মনোনয়ন বোর্ড থেকে আসবে বলেও জানান কাদের। বলেন, “আমি পার্টির সাধারণ সম্পাদক, হঠাৎ করে বলে দিলাম যে আওয়ামী লীগের ‘সে’ প্রার্থী, এটা আমাদের দলে হবে না।”

‘এই যে দেখুন, বিএনপি দলে কোনো গণতন্ত্র নেই। হঠাৎ করে নিজের ছেলেকে প্রার্থী বলে দিলেন, এতেই বোঝা যায় কোন দলে গণতন্ত্র আছে কোন দলে নেই।’

‘আওয়ামী লীগ একটা বড় দল। বড় দলের কিছু কিছু সমস্যা থাকে। কিন্তু আমাদের দলের সব চেয়ে বড় বিউটি হচ্ছে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের পার্টির সভাপতি। তার নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ।’

কাদের বলেন, ‘আমাদের যদি কোন মেজর সমস্যা হয় তাহলে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের নেত্রীর হস্তক্ষেপে সমস্যা সমাধান হয়। আমাদের পার্টিতে অনাকাঙ্খিত কিছু ঘটতে আমরা দিচ্ছি না। আমাদের দলের একজন অন্যায় করবে শাস্তি পাবে না এটা হয় না।’

‘এমন ঘটনা যা ঘটেছে তবে আমরা প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা আদালতে গেলেরও সরকার কোনো হস্তক্ষেপ করছে না।’

নির্বাচনকে কেন্দ্র করে দলে কোনো ধরনের ‘অসুস্থ’ প্রতিযোগিতা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের। বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সুস্থ প্রতিযোগিতা থাকবে। কোনো প্রার্থী আগ্রহ প্রকাশ করতেই পারে। কোনো জায়গায় ১০-১৫ জন প্রার্থী আছে, থাকতে পারে। কিন্তু দল মনোনয়ন দেবে, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা সেটা জানাবেন মনোনয়ন বোর্ডের মাধ্যমে।’

‘প্রতিযোগিতা অসুস্থ হলে শাস্তি হবে। সুস্থ প্রতিযোগিতা আমরা নিজেরাই উদ্বুদ্ধ করছি। কারণ আমাদের দলের সুস্থ গণতন্ত্রের একটা প্রতিযোগিতা হয়। এতে আমরা নিজেরাই উদ্বুদ্ধ করি।’

কাদের বলেন, ‘মনোনয়ন দেওয়ার পর আওয়ামী লীগে বিদ্রোহের পরিমাণটা একেবারে কম। প্রার্থী মনোনয়ন শেষ হলে বলা যাবে কলহ-কোন্দল কী পরিমাণ। তবে এটা আমাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

খালেদা জিয়ার মামলা সরকারের কোনো হাত নেই জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা, আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে অবশ্যই খালাস পা্বেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/টিএ/কাদের

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :