জিয়া অরফানেজ মামলায় তারিখের গরমিল দেখালেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ২০:২৩
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এতিম তহবিল নামে যে ছায়ানথি দেয়া হয়েছে তাতে তারিখের গরমিল রয়েছে বলে আদালতে তথ্য উপস্থাপন করেছেন তার আইনজীবী ।

বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

তবে নথিটি আদালতে প্রদর্শিত হওয়ার সময় কেন এ নিয়ে আপত্তি দেয়া হয়নি সে বিষয়ে প্রশ্ন তোলেন বিচারক ড. আক্তারুজ্জামান।

যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় আগামী ৩ ও ৪ জানুয়ারি নতুন দিন নির্ধারণ করেন আদালত।

এ জে মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপনের সময় আদালতে বলেন, চেক ইস্যুর একটি জায়গায় তারিখ লেখা আছে ১৩/১১/১৯৯৩, আর একটি জায়গায় তারিখ লেখা রয়েছে ১৩/১/১৯৯৩। অপর একটি জায়গায় ১৩/১১/১৯৯৩ লেখা থাকলে সেখানে একটি ১ পরে ট্যাম্পারিং করে লেখা হয়েছে। এ ছাড়া নথিটি উপরে রাষ্ট্রপতির কার্যালয় লেখা রয়েছে। অথচ তখন ছিল প্রধানমন্ত্রী শাসিত সরকার।

তিনি বলেন, ‘এত অভাব পড়ে গেল, কেন রাষ্ট্রপতির ত্রাণ ও কল্যাণ তহবিলের পাতা দিয়ে সৃজন প্রক্রিয়ায় ঢুকতে হবে? ছিন্ন পাতা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় চলছে। কি কাগজ ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রপতির ত্রাণ তহবিলের কাগজ। এটা সৃজনকৃত। নথি ঘোষামাজা, কাটা। কোনো স্বাক্ষর নেই।’

নথিটি যখন আদালতে গ্রহণ হয় তখন কেন এ ব্যাপারে আপত্তি দেননি খালেদা জিয়ার আইনজীবীর- এই প্রশ্ন তোলেন বিচারক ড. আখতারুজ্জামান। আদালত বলেন, ‘তখন তো আপনাদের আপত্তি দেয়া উচিত ছিল। কিন্তু আপত্তি তো দেখছি না। আপত্তি তো থাকতে হবে।’

এ সময় খালেদা জিয়ার আরেক আইনজীবী আব্দুর রেজাক খান বলেন, “পিডাব্লিউ ৯ সাক্ষী বলেছে, অডিট অবজেকশন আছে বলে ‘আমাকে (সাক্ষী) ডেকে আনা হয়েছে’। তখন আর কিছুই লাগে না।”

আদালত বলেন, ‘এ জে মোহাম্মদ আলী বললেন সবকিছু সৃজনকৃত। কিন্তু তখন আপত্তি দিলেন না কেন। সেটা তো বিনা আপত্তিতে গৃহিত হলো। বিনা আপত্তিতে কেন প্রদর্শনী হয়ে গেল।’ এরপর আদালত আগামী ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন।

এ জে মোহাম্মদ আলীর আগে যুক্তিতর্ক উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আদালত থেকে বের হয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মামলাটি একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এই মামলার সর্বাঙ্গে রাজনৈতিক গন্ধ। রাজনৈতিকভাবে এই মামলাটি করা হয়েছে।’

মমিলায় অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন খন্দকার মাহবুব। তিনি বলেন, ‘মামলায় সাক্ষ্যপ্রমাণ দেয়া হয়েছে যে, উনি (খালেদা জিয়া) জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ করেছেন। আমরা দেখিয়েছি, অর্থ আত্মসাত তো দূরের কথা, যে দুই কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার কথা বলা হচ্ছে তা বৃদ্ধি পেয়ে আজকে প্রায় ৬ কোটি টাকায় পরিণত হয়েছে। ৪০৯ ধারায় ক্রিমিনাল অপরাধ হতে হলে অর্থ আত্মসাৎ হতে হবে। কিন্তু মামলায় অর্থ আত্মসাৎ হয়নি।’

খালেদার এই আইনজীবী বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাক্ষ্য-প্রমাণ যেটা আছে, যদি অন্য কোনো কিছু নাজিল না হয়, কোনো অহি নাজিল না হয়, তাহলে এই মামলায় অবশ্যই খালেদা জিয়া খালাস পাবেন।’

৯ নম্বর সাক্ষীর ক্ষেত্রে আপত্তি না দেয়ার কারণ জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, ‘ডকুমেন্টারি অ্যাভিডেন্সে যদি দেখা যায় সাক্ষী নিজেই বলেছে এটা সৃজনকৃত ডকুমেন্ট, তাহলে আপত্তি দেয়ার প্রশ্ন আসে না। তারপরও ক্রিমিনাল কেসে প্রমাণ করতে হবে সব রকম সন্দেহের উর্ধ্বে আসামির অপরাধ প্রমাণ হয়েছে।’

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী তার যুক্তি উপস্থাপনের সময় দুদকের অনুসন্ধান প্রতিবেদন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের এতিম তহবিলের নথি পড়ে শোনান। তিনি আদালতে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এতিম তহবিল নামে এ রকম কোনো নথি ছিল না, এটা রাখার কোনো কারণও নেই। এটা সৃজনকৃত। এটা আমি দেখাব।’

তিনি বলেন, ‘অ্যাকাউন্টে টাকা এসেছে ১৯৯৩ সালে। আর এই কেসটা ডিজাইন করা শুরু হয়েছে ২০০৭ সালে। ১৪ বছর পর। কেন? বাংলাদেশের সেরা ক্যাডার সার্ভিসে নথি পাওয়া গেল না। সেই নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকার কোনো কারণ নেই। এটা তৈরি করা হয়েছে। অতিরিক্ত নথি তৈরি করা হলো।’

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :