জীবননগরে তিন ইউপিতে আ.লীগ ২, বিএনপি ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:১৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রাপ্ত ফলাফলে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার রাজু আহমেদ বৃহস্পতিবার রাতে গণমাধ্যম কর্মীদের কাছে বেসরাকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার জানান, মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোহরাব হোসেন খান ৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মো. কামরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৬৪০ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩১৬ জন। এর মধ্যে নারী ভোটার ৫ হাজার ৬১৩ জন ও পুরুষ ভোটার ৫ হাজার ৭০৩ জন।

নবগঠিত কেডিকে ইউনিয়নে আওয়ামী লীগের খায়রুল বাশার শিপলু ৪হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভির হোসেন রাজীব পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে নারী ভোটার ৫ হাজার ৭৭৬ জন ও পুরুষ ভোটার ৫ হাজার ৮৫২ জন।

উপজেলার উথলী ইউনিয়নে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল হান্নান পেয়েছেন ৩ হাজার ১৮৯ ভোট।

উথলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২হাজার ৪৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ২০৮ জন ও পুরুষ ভোটার ৬ হাজার ২৫২ জন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :