কুমিল্লার ১৪ ইউপিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী জয়ী

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:০১ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ২২:২৬

কুমিল্লার ১৫ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচনে ১৪ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একটিতে একই দলের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্তপতিবার রাতে নির্বাচন কমিশন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- জেলার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম শাহীন (নৌকা), মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ আবদুর রশিদ (নৌকা), বাকই উত্তর মো. আইউব আলী (নৌকা), বাকই দক্ষিণ মো. আবদুল আউয়াল (নৌকা), নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আদ্রা দক্ষিণ মো. আবদুল ওহাব (নৌকা), আদ্রা উত্তর মো. তাজুল ইসলাম মজুমদার (নৌকা), বটতলী ইউনিয়নে একেএম সিরাজুল আলম (নৌকা), দৌলখাঁড় আবুল কালাম ভূঁইয়া (নৌকা), জোড্ডা পূর্ব আনোয়ার হোসেন মিয়াজী (নৌকা), জোড্ডা পশ্চিম মাসুদ রানা ভূঁইয়া (নৌকা), রায়কোট উত্তর রফিকুল ইসলাম মজুমদার (নৌকা), রায়কোট দক্ষিণ মজিবুর রহমান (নৌকা) এবং দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে মনির হোসেন তালুকদার (নৌকা), দৌলতপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ মহিনউদ্দিন চৌধুরী (ঘোড়া) ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে মো. মামুনুর রশিদ (নৌকা)।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :