গাইবান্ধার ঘুড়িদহ ইউপিতে বিএনপি প্রার্থী জয়ী

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ২৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৪০০ ভোট।

রিটার্নিং অফিসার ও সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর রহমান আজ বৃহস্পতিবার রাত নয়টায় এ ফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, এ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী আসনে ১৮ জন মোট ৫৪ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।

অপরদিকে, একই দিনে সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের (মহিষবান্দি) সদস্য পদে উপ নির্বাচনে নির্বাচন হয়। এতে আব্দুল লতিফ (ফুটবল) ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী পেয়েছেন ৪৫৬ (তালা) ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মিয়া মারা যাওয়ায় এই উপ-নির্বাচন হয়। নির্বাচনে মোট ২২৮৪ জন ভোটারের মধ্যে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১৭০৭ জন তাদের ভোট প্রয়োগ করেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :