সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৭
ফাইল ছবি

দেড় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল সচল হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে তেলবাহী ট্রেনের একটি বগি শায়েস্তাগঞ্জ ক্রসিংয়ে লাইনচ্যুত হওয়ায় ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি দাউদনগর রেলগেটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে বেলা সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :