রেলস্টেশনের গ্রেড: আশুগঞ্জে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১০ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে রবিবার আশুগঞ্জসহ এর আশপাশ এলাকায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে জাগ্রত আশুগঞ্জবাসী নামের একটি সংগঠন।

হরতাল চলাকালে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেল চলাচল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

হরতাল সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশ করছেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

আশুগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হরতালের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়, অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেডে পুনর্বহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না দেয়া হলে রবিবার সকাল-সন্ধা সর্বাত্মক হরতাল পালন করা হবে। এ সময় অবরোধ করা হবে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ।

৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে হরতালের পর আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানান জাগ্রত আশুগঞ্জবাসীর আহ্বায়ক মো. ছফিউল্লাহ।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :