বগুড়া জেলা বিএনপির কর্মিসভায় হাতাহাতি

প্রতীক ওমর, বগুড়া থেকে
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ২০:০১

বগুড়া জেলা বিএনপির কর্মিসভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুদ্ধ নেতা কর্মীরা চেয়ার ভাঙচুর করেন। প্রতিপক্ষের মারপিটে এক যুবদল নেতা আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

চেয়ারে বসা নিয়ে শহর যুবদল নেতাকর্মীদের সাথে জেলা যুবদল নেতা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায় তা হাতাহতিতে রুপ নেয়। এতে শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোরকি আহত হন। এসময় আট থেকে ১০ টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন যুবদল নেতাকর্মীরা। একপর্যায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীদের দলীয় কার্যালয় থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি শান্ত হলে বেলা পৌনে ১২ টায় জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মিসভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দুঃসময় চলছে এখন। আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে শুধু হয়রানি করছে, শারিরীকভাবে লাঞ্ছিত করছে, অপমান করছেন।

বিএনপির কর্মীদের উদ্দেশ্যে টুকু বলেন, সামনে আরো দুর্দিন আসতে পারে আর তা বল দিয়েই আমাদের প্রতিরোধ করতে হবে। আগামী দিনের নির্দেশনার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেয়া হবে সে মোতাবেক আপনাদের কাজ করতে হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে অপমানের প্রতিশোধ আমরা নেবোই।

কর্মিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শোকরানা, জেলা বিএনপির উপদেষ্টা মাহবুবর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :