বর্ধমান বিস্ফোরণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:২৫
বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণস্থল

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার হেফাজতে থাকা একটি নাইনএমএম পিস্তল, ম্যাগাজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার সকালে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবিষয়ে দুপুর ১টায় পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাবেন।

২০১৪ সালের ২ অক্টোবর ভারতের বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। তারা হলেন শাকিল গাজি ও করিম শেখ। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বলেছে, বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা।

এই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে এনআইএ। ওই জঙ্গিদের ছবি দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টারিংও করে সংস্থাটি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :