লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১১:২৭
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে শনিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে একদল গরু ব্যবসায়ী ওই দৈখাওয়া সীমান্তের ৯০৫নং মূল পিলারের ২নং সাব পিলার ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ড-এর কাছে গেলে ভারতীয় ১০০ বিএসএফের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়। গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ভারতের অভ্যন্তরে থাকায় বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্রের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :