রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:০৬
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও, রমনা এবং বংশাল এলাকায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন- বাদল সরকার। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

শনিবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের একটি টিনসেট বাসা থেকে বাদল সরকার নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত বাদল সরকারের ভাই সোহেল সরকার জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টার সময়ে খিলগাঁওয়ের গোড়ান নবিনবাগের একটি টিনসেট বাড়ির নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বাদলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় বাদল সরকারকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে তিনটার সময়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ট্যাম্পু চালক। তার স্ত্রীর নাম নাজমা বেগম। তিনি এক ছেলে এক মেয়ে সন্তানের জনক ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

মৃত বাদল সরকার শরীয়পুর জেলার ভেদরগঞ্জ থানার সখিপুর গ্রামের নুরু সরকারের ছেলে। অপরদিকে রাজধানীর রমনা মডেল থানার মালিবাগ সিদ্ধেশ^রীর ৫১ নম্বর বাড়ির ছয় তলা ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা মডেল থানার উপপরিদর্শক মহিবুল্লাহ বলেন, শনিবার বেলা ১১ টার সময়ে মালিবাগ সিদ্ধেশ^রীর ৫১ নম্বর ভবনের ছয় তলার নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর একটার সময়ে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল লুঙি ও শার্ট।

এছাড়া রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বংশাল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল সাতটার সময়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বাসের চাপায় ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল আটটার সময়ে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এএ/জেডএ

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে ডাকযোগে ভয়াবহ মাদকের পার্সেলটি ঢাকায় আসে!

রাজধানীতে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

মুগদায় সড়ক প্রশস্তকরণ: দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানে ডিএসএসসি

তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীর সমাবেশ স্থগিত করল বিএনপি

ঋণ শোধ করতে কিডনি বিক্রির লিফলেট বিতরণ, ব্যর্থ হয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা করেন

ঢাবির সুইমিংপুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

তীব্র তাপপ্রবাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

মুগদায় ভেঙে দেওয়া হচ্ছে সড়কের পাশের স্থাপনা

বিমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রশিক্ষণ 

ঢাকার তাপমাত্রা কমাতে নগর বনায়নের পরামর্শ চিফ হিট অফিসার বুশরার

এই বিভাগের সব খবর

শিরোনাম :