পিইসিতে হতদরিদ্রের দুই সন্তান পেল গোল্ডেন জিপিএ-৫

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে দুই ভাই-বোন। শনিবার প্রকাশিত ফলাফলে পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী হিসেবে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে ওই দুই ভাই-বোন।

তারা হচ্ছে, পাকুন্দিয়া পৌর সদরের ছেত্রাখালী গ্রামের নয়ন মিয়ার ছেলে আল আমিন ও কন্যা তানিয়া আক্তার।

পিতা নয়ন মিয়া পেশায় নরসুন্দর। পৌরসদর বাজারের তোয়া বাজারে জরাজীর্ণ সেলুন রয়েছে তার। ফলাফল জানতে পেরে খুবই খুশি নয়ন মিয়া। খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন তিনি। পাঁচ সন্তানের জনক তিনি। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। দুই মেয়ে ও এক ছেলে এবং স্ত্রীসহ পাঁচ সদস্যের সংসার তার। একমাত্র সেলুনের কাজ করে এ বড় সংসার পরিচালনা করেন তিনি।

বড় মেয়ে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে। ছোট ছেলে আল আমিন ও মেয়ে তানিয়া আক্তার পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এতে তিনি দারুন খুশি। পাশাপাশি অভাবের সংসারে ছেলে-মেয়েদের এমন ভাল ফলাফলের পরেও চিন্তিত হয়ে পড়েছেন তিনি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :