‘জ্বালাও-পোড়াও রুখতে বিএনপি-জামায়াতকে পরিহার করতে হবে’

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:১৬

বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে জ্বালাও-পোড়াও রুখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে পরিহার করতে হবে। তারা দেশের নিরিহ মানুষদের পুড়িয়ে হত্যা করেছে। তাই তাদের থেকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

মন্ত্রী তার সংক্ষিপ্ত সফরে শনিবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ওয়াকার্স পার্টি আয়োজিত এক সভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিগত দিনে সাধারণ-নিরীহ জনগণকে পুড়িয়ে হত্যা করেছে, সম্পদ ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে এদেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।

মন্ত্রীর সফরকালে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :