মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মো: মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:০৫

মৌলভীবাজার শহরে জেনারেল প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।

শনিবার দুপুর একটার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি হাসপাতালের এ ঘটনা ঘটে। নিহত শিশুটি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলক মালিক ও রেখা বেগম দম্পতির ছেলে।

নিহত নবজাতকের মা রেখা বেগম জানান, শিশুটির জন্মের পর সুস্থ ছিল। হঠাৎ আজ দুপুরে তাকে হাসপাতালের নার্স একাধারে দুইটি ইনজেকশন দিলে ১০ মিনিট পর সে মারা যায়। পরে হাসপাতাল থেকে ডেড নোটিশ দিয়ে জানানো হয় সে মারা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি জন্মের পর সুস্থ ছিল না। তবুও তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। কিন্তু অসুস্থ বাচ্চাটিকে তারা কোনো চিকিৎসা দিতে রাজি হয়নি। পরে বাচ্চার অবস্থা খারাপ হলে আমরা ট্রিটমেন্ট দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :