প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় নজিবুর রহমানকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০০:০৪ | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:১৫

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ায় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) মো. আব্দুর রাজ্জাক এ অভিনন্দন জানান।

শনিবার রাতে হোটেলে সোনারগাঁওয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আব্দুর রাজ্জাক বলেন, আমরা এইমাত্র খবর পেলাম আপনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন। কাগজ ইস্যু হয়েছে। আগামীকাল থেকে আপনি আরও বড় দায়িত্বে যাচ্ছেন। আপনি আমাদের সঙ্গে প্রায় তিন বছর ছিলেন। রাজস্ব ব্যবস্থা উন্নয়নে আপনার অবদান অপরিসীম।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, যত বেশি প্রত্যক্ষ কর আহরণ করা সম্ভব হবে তত বেশি বাংলাদেশ সমৃদ্ধ হবে। তাই প্রত্যক্ষ কর আহরণে আমাদের আরও সক্রিয় হতে হবে। সরকার ইতোমধ্যে কর আহরণের ব্যবস্থাকে আধুনিক করেছে। দেশে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে।

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেনঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনও করেন নজিবুর রহমান।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

তিন যুগ্মসচিব নতুন দায়িত্বে

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত 

অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার পরিদর্শক পদে আরও ১০৩ কর্মকর্তার পদোন্নতি

রমজানে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের বিশেষ নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :