কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৪ | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৯

কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত তিনটায় জেলার চান্দিনা ছয়ঘড়িয়ায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, একদল ডাকাত ছয়ঘড়িয়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য চান্দিনা কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপার একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :