রোভারদের মিলনমেলা ভাঙছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:৫১

মহাতাঁবু জলসা আয়োজনের মধ্য দিয়ে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭ এর পরিসমাপ্তি ঘটছে আজ। ‘শতবর্ষে রোভারিং, সুনাগরিক স্লোগানে’ ২৬ ডিসেম্বর এই উৎসবের আসর বসেছে গাজীপুরের বাহাদুরপুরের আঞ্চলিক রোভার স্কাউট কেন্দ্রে।

এবারের রোভার মুটে আট হাজারের বেশি রোভার দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অংশ নিয়েছে। এই আয়োজনের মিডিয়া পার্টনার দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়।

২৭ ডিসেম্বর অষ্টাদশ আঞ্চলিক রোভার মুটের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। যদিও রোভাররা ২৫ ডিসেম্বর থেকে এই উৎসবে অংশ নেয়ার জন্য হাজির হয়। রোভার মুটে রোভার ও গার্লস ইন রোভাররা ১৪ টি চ্যালেঞ্জে অংশ নেয়।

অষ্টাদশ রোভার মুটের মিডিয়া ডিরেক্টর এবং সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম খান ঢাকাটাইমসকে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দীর্র্ঘ পথ পাড়ি দিয়ে রোভার স্কাউটাররা এই সম্মেলনে যোগ দিয়েছেন। যাত্রাপথের ক্লান্তিকে মুছে ফেলে নিজেদের তাঁবু সামলে নিয়ে স্বতস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে মহড়া অনুষ্ঠানে। তাদের এই অংশগ্রহণ প্রমাণ করে তারুণ্যের জয় সবখানে।

আজ মহা তাঁবু জলসা- ক্যাম্প ফায়ারের মধ্যদিয়ে শেষ হবে রোভার মুটের আনুষ্ঠানিকতা। আর রাত বারোটায় শতবর্ষে রোভারিং উদযাপনের মধ্যদিয়ে শেষ হবে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭।

এবারের মুটের সার্বিক দায়িত্বে রয়েছেন মুট সচিব এ কে এম সেলিম চৌধুরী। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘প্রতি চার বছর পর পর আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এবারের সম্মেলনকে আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি। যেহেতু ২০১৮ তে রোভার স্কাউটের শতবর্ষপূর্তি হচ্ছে সেহেতু ১ জানুয়ারি ২০১৮ সালের ১২টা ১ মিনিটে আমাদের আগামী বছরের সূচনা এখানেই হবে। সেটি হবে জাঁকজঁমক আয়োজনে। শতবর্ষপূর্তি উপলক্ষে সারাবছর আমাদের কার্যক্রম পরিচালিত হবে।’

রোভার মুট সফল করতে বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন গাজীপুর, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসসহ সরকারের অন্যান্য উইংগুলো সহযোগিতা করেছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

এই বিভাগের সব খবর

শিরোনাম :